১। ব্রহ্মা, বিষ্ণু ও মহেশকে আমি দেবতা বলে গণ্য করি না এবং তাঁদের কোনও দিন আমি পূজা করবো না।
২। রাম এবং কৃষ্ণকে আমি কখনও পূজা করবোনা।
৩। আমি গৌরী-গণেশকে বিশ্বাস করিনা; কোনও দিন তাঁদের পুজা করবো না।
৪। আমি ভগবানের অবতারে বিশ্বাস করিনা।
৫। ভগবান বুদ্ধ বিষ্ণুর অবতার বলে মিথ্যা প্রচার করা হয়; এমন কুৎসা প্রচার আমি বিশ্বাস করিনা।
৬। আমি শ্রাদ্ধ করবো না; এবং পিণ্ডদানও করবো না।
৭। বৌদ্ধধর্মের প্রতিকুল বা বৌদ্ধধর্ম ভিন্ন আমি কোন আচার-আচারণ করবো না; পালনও করবো না।
৮। ব্রাহ্মণদের কাছ থেকে আমি কোনও দীক্ষা নেব না।
৯। আমি বিশ্বাস করি সমস্ত মানুষ সমান।
১০। সকল মানুষের মধ্যে আমি সাম্য প্রতিষ্ঠার চেষ্টা করব।
১১. আমি তথাগত বুদ্ধের অষ্টমার্গ অনুসরণ করব।
১২. আমি তথাগতের দশ দর্শন অনুসরণ করব।
১৩। আমি সমস্ত জীবন্ত প্রাণী প্রতি করুণা পোষণ করব এবং তাদের সংরক্ষণের ব্যবস্থা করব।
১৪। কখনো আমি চুরি করব না।
১৫। কখনও আমি মিথ্যা বলবো না।
১৬। কখনও আমি যৌন ব্যাভিচারে লিপ্ত হবো না।
১৭। আমি মদ বা মাদকদ্রব্য সেবন করবো না।
18. বুদ্ধদেবের প্রদর্শিত জ্ঞান, উপদেশ এবং করুণা আমার জীবনের পাথেয় হবে।
১৯. হিন্দু ধর্ম পরিত্যাগ করছি কারণ হিন্দুধর্ম মানুষে-মানুষে ব্যবধান ও বৈষম্যপূর্ণ ব্যবহার করে মানবের সমৃদ্ধি রাস্তা বন্ধ করেছে; তাই আমি বৌদ্ধধর্ম গ্রহণ করছি।
২০। আমার নিশ্চিত বিশ্বাস তথাগত বুদ্ধের ধর্মই শ্রেষ্ঠ ও মহান ধর্ম।
২১। ধর্ম পরিবর্তনের মাধ্যমে আমি বিশ্বাস আমি নবজন্ম লাভ করেছি।
২২। আমি শপথ নিচ্ছি যে, এখন থেকে বুদ্ধের শিক্ষা ও প্রদর্শিত পথে জীবন যাপন করবো।